২৪ মার্চ, ২০১৯ ১০:২১

শাহনাজ রহমত উল্লাহর জনপ্রিয় গানগুলো

অনলাইন ডেস্ক

শাহনাজ রহমত উল্লাহর জনপ্রিয় গানগুলো

কিংবদন্তি সংগীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহ দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৬৩ সালে ১১ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিতেও গান করেছেন।

তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে

‘এক নদী রক্ত পেরিয়ে…’

‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে…’

‘একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্…’

‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ…’


এই তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়। এছাড়াও তার জনপ্রিয় গানসমূহ হল:

‘আমার দেশের মাটির গন্ধে…’

‘আমায় যদি প্রশ্ন করে…’

‘কে যেন সোনার কাঠি…’

‘মানিক সে তো মানিক নয়…’

‘যদি চোখের দৃষ্টি…’

‘সাগরের তীর থেকে…’

‘খোলা জানালা…’

‘পারি না ভুলে যেতে…’

‘ফুলের কানে ভ্রমর এসে…’

‘আমি তো আমার গল্প বলেছি…’

‘আরও কিছু দাও না…’

‘একটি কুসুম তুলে নিয়েছি…’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর