বছরের পর বছর ধরে কাজ পাননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেশের নাগরিক হয়েও নিজেকে ‘নির্বাসিত’ মনে করতে শুরু করেছিলেন। টানা আট বছর কর্মহীন অবস্থায় কেটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের মধ্যে জমা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘২০০৪ সালে আমি মুম্বাই আসি। তারপরে ২০০৫-২০০৬ সালে আমি ‘গ্যাংস্টার’, ‘উয়ো লমহে’র মতো ছবিতে অভিনয় করি। অভিনয়ের জন্য প্রশংসিত হই। কখনও মাদকাসক্ত মডেল, কখনও গ্যাংস্টার, কখনও মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছি। বহু প্রশংসা পাওয়ার পরেও হঠাৎ আমার কাছে কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘দু-এক বছরের লড়াইয়ের কথা বলছি না। কিন্তু বছরের পর বছর ধরে যখন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না, তখন এই লড়াই আরও কঠিন হয়ে ওঠে। আমাকে বারবার বলা হয়েছে, আমি ভাল অভিনয় করি। কিন্তু সেটাই আমার কাজ পাওয়ার বাধা হয়ে দাঁড়ায়।’
দিনের পর দিন কাজ না পেয়ে নিজের জন্মভূমিতে নিজেকে নির্বাসিত মনে হত কঙ্গনার। তার ভাষ্য, ‘মনে হতে থাকে, আমাকে হয়ত দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছে। এরপর আমি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস শহরে একটি বাড়ি কিনি। একজন এজেন্টকে আমার সঙ্গে কাজে যুক্ত করি। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও পরিচালনা করি। বলিউডে নিয়মই এমন, যারা ভাল কাজ করবেন, তাদের এই জগৎ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হবে।
বিডি-প্রতিদিন/শআ