গ্রেফতারের পর জামিনে মুক্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যম বলছে, বাঁশদ্রোণীতে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাত থেকেই থানায় প্রতিবাদ শুরু করেন রূপা।
তার দাবি, যত দিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে, তত দিন তিনি থানায় বসে থাকবেন। বৃহস্পতিবার সকালেও এ ঘটনায় সেই থানা চত্তরে প্রতিবাদ তোলেন রূপা। এরপর তাকে গ্রেফতার করা হয়। পরে আলিপুর আদালত থেকে জামিনে মুক্তি পান ‘পদ্মা নদীর মাঝি’খ্যাত এই অভিনেত্রী।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা জানান, রূপা গাঙ্গুলি থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়। পরে আলিপুর আদালত থেকে জামিন পান তিনি। লালবাজার থানা পুলিশ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, গ্রেফতারের পর রূপা গাঙ্গুলিকে লকআপে রাখা হয়েছিল। সেখান থেকে কোর্টে তোলা হয়, পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/শআ