বাংলা চলচ্চিত্রের আশি-নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক রুবেল আবারও ফিরছেন পর্দায়। তবে এবার আর বড় পর্দায় নয়, আসছেন প্রথমবারের মতো ওটিটিতে ভিন্নভাবে, ভিন্নরূপে। সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন ‘তুফান’ খ্যাত জনপ্রিয় পরিচালক রায়হান রাফি।
সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। এই সিরিজের মাধ্যমে ওটিটিতে প্রথম কোন সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন রায়হান রাফি। সিরিজটিতে আরও থাকবেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। এটি পূজার ক্ষেত্রেও প্রথম কোন ওয়েব সিরিজ।
এরই মাঝে অনেক প্রথম নিয়ে শুরু হয়েছে ‘ব্ল্যাক মানি’ সিরিজটির শুটিং। শনিবার (৫ অক্টোবর) ঢাকার একটি হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে রাফী বলেন, “এটা আমার প্রথম ওয়েব সিরিজ। অনেক বড় স্বপ্ন। কাস্টিংয়ে চমক রাখতে চেয়েছি। এমন একজনকে নিতে চেয়েছি, ‘ব্ল্যাক মানি’ দিয়ে যার ওয়েব সিরিজে অভিষেক হবে। এই ভাবনা থেকে রুবেল ভাইকে প্রস্তাব দিই। তিনি সম্মতি দিয়েছেন, আমরা অনেক আনন্দিত।”
অনুষ্ঠানে রুবেল জানান, রাফী যখন প্রথম ফোন করেছিল, আমি সম্মানিত বোধ করেছি। কারণ রাফী মানেই এখন অন্য রকম কিছু।
রুবেল আরও বলেন, ভারতে একটা ছবি হয়েছে ‘আরআরআর’; যেটার গান অস্কার পেয়েছে। এখানেও কিন্তু ট্রিপল আর আছে, রায়হান রাফী এবং রুবেল। আমার বিশ্বাস, ওই ছবি যেমন সুপার-ডুপার হিট হয়েছে, আমাদের এটাও সফল হবে। প্রথমবার এই জগতে এসেছি, এটা দিয়েই যেন শেষ না হয়। ফিল্মে অনেক দিন ছিলাম। এখানেও অনেক দিন থাকতে চাই।”
অনুষ্ঠানে উচ্ছ্বাসিত পূজা চেরী বলেন, আমার আর রায়হান রাফীর পথচলা শুরু হয়েছিলো একসাথেই। অনেকেই রাফী-পূজা জুটিকে পুনরায় চাচ্ছিল। অবশেষে আবার একসঙ্গে কাজ করছি। রায়হান রাফী ছাড়া সিরিজের সবার সঙ্গেই প্রথমবার কাজ করতে যাচ্ছি। প্রত্যেকেই আমার অনেক সিনিয়র। আমার হাত-পা এখনই কাঁপছে।”
‘ব্ল্যাক মানি’তে রুবেল ও পূজার সঙ্গে আরো অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। নভেম্বরে সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আশিক