আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী। গতকাল শনিবার রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকীর ওপর গুলি চালায় তিন দুষ্কৃতকারী। সঙ্গে সঙ্গে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
গুলিতে নিহত বাবা সিদ্দিকীকে দেখতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে যান বলিউড অভিনেতা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও জাহির ইকবালদের মতো অনেক তারকা। শনিবার রাতে দেখা যায়, সালমান খান অনেকটা বিমর্ষ অবস্থায় হাসপাতালে ছুটে যান। এছাড়া হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, এ ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’। এদিকে, মুম্বাই পুলিশ দ্রুত এ নেতার হত্যার তদন্তকাজ শুরু করছে বলে জানানো হয়েছে। পুলিশের ধারণা, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাই হয়তো এ ঘটনায় জড়িত থাকতে পারে।
পুলিশ আরও জানায়, বাবা সিদ্দিককে গুলি করার সঙ্গে তিন ব্যক্তি জড়িত। দুজনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছেন। উল্লেখ্য, বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানদের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তার আলোচিত ইফতার পার্টিতে বলিউডের প্রায় সব তারকাকেই অংশ নিতে দেখা যেত।
বিডি-প্রতিদিন/শআ