জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিনের প্রথম একক অ্যালবাম আসতে চলেছে। দ্য কোরিয়া টাইমস বলছে, জিনের ‘হ্যাপি’ নামের ওই অ্যালবাম প্রকাশ হবে নভেম্বরের ১৫ তারিখে।
বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, ছয়টি ভিন্ন ধরনের গানে ‘হ্যাপিতে’ জিনকে খুঁজে পাবেন তার ভক্তরা। বিবৃতিতে বিগ হিট মিউজিক বলছে, জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এবং সেই সাথে এজেন্সি জিনের প্রথম স্বতন্ত্র অ্যালবামের জোর প্রচারণা চালাচ্ছেন। অ্যালবামের নাম 'হ্যাপি' দেওয়া হয়েছে, যেন শ্রোতারা গানগুলো শুনে আনন্দের সন্ধান পাবে।
এর আগে ২০২২ সালে প্রকাশিত হয় জিনের প্রথম একক গান 'দ্য অ্যাস্ট্রোনট'। এছাড়াও বিটিএস অ্যালবামে 'অ্যাওয়েক', 'এপিফেনি' ও 'মুন'র মত চার্ট-টপার থেকে শুরু করে 'টুনাইট', 'অ্যাবিস', ‘সুপার টুনা’ নামের জিনের কয়েকটি একক হিট গানও আছে।
গত জুনে দক্ষিণ কোরিয়ার নিয়মানুয়ায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে সেরে ঘরে ফিরেছেন জিন। এরপর তাকে প্যারিস অলিম্পিকে মশাল বইতেও দেখা যায়। সম্প্রতি জিনের এন্টারটেইনমেন্ট শো ‘রান জিন’ প্রকাশ হয়েছে।
বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া একটি দুর্ঘটনায় শরীরে চোট পাওয়ায় সোশাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সুগা। আগামী বছরে সামরিক বাহিনী থেকে বিটিএস সদস্যদের দায়িত্ব শেষ হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ