অবশেষে অপেক্ষার অবসান হলো। দেশে মুক্তি পেল ‘জোকার’ এর সিক্যুয়েল ‘জোকার ২’। ৫ বছর আগে মুক্তি পেয়েছিলো এই ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা ‘জোকার’। এর পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে মুভিটির পরবর্তী সিক্যুয়েল নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিলো।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি সিনেমাটি। যার অফিসিয়াল নাম ‘জোকার: ফোলি আ দ্যু’। যদিও ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর, তবে বিভিন্ন কারণে বাংলাদেশে কিছুটা দেরিতে মুক্তি পাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।
‘জোকার ২’-এর পাশাপাশি একই দিনে আরও দু’টি হলিউডের ছবি মুক্তি দিয়েছেন তারা। ছবিগুলো হলো, কল্পকাহিনী ভিত্তিক ভৌতিক ছবি ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘ট্রান্সফরমারস ওয়ান’। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আশিক