১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:৪৮

ইতালিতে বাংলাদেশ সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

এমডি রিয়াজ হোসেন, ইতালি

ইতালিতে বাংলাদেশ সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

আসন্ন বাংলাদেশ সমিতি ইতালি শাখার নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের কাছে এই মনোনয়ন জমা দেওয়া হয়।

মনোনয়ন পত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন। এছাড়াও ছিলেন সদস্য সচিব হেনরি দি কস্তা, আলী আম্বর আশরাফ, নির্বাচন কমিশনার আলী আহম্মদ ঢালীসহ সকল কমিশনারবৃন্দ।

নির্ধারিত তারিখের মধ্যেই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। সভাপতি পদে জমা দেন দু'জন আফতাব বেপারী (শরিয়তপুর) এবং জহিরুল ইসলাম জহির (নোয়াখালী)। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দেন সমাজসেবক দ্বীন মোহাম্মদ দীনু, ইব্রাহীম খলিল, সাংগঠনিক পদে আব্দুল মজিদ বাবুল এবং হেলাল রায়হান, মহিলাদের মধ্যে রিনা কবির মহিলা সম্পাদক পদসহ বিভিন্ন পদে ২৮  জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে আগামী ১৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন পুরোদমে কাজ চালিয় যাচ্ছে।

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর