১৭ ডিসেম্বর, ২০১৭ ১১:৩৯

পোর্তো শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিটির শ্রদ্ধা

রনি মোহাম্মদ, পর্তুগাল

পোর্তো শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিটির শ্রদ্ধা

পর্তুগালের বাণিজিক ও প্রাচীন রাজধানী পোর্তোয় বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে নবগঠিত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

১৬ ডিসেম্বর রাতে পোর্তোর শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন পোর্তো প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজাল মুক্তিযুদ্ধে নিহত বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানদের গভীর শ্রদ্বার সাথে স্মরণ করেন। তিনি প্রবাসে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রধান উপদেষ্টা হিসেবে আছেন মোশারফ হোসেন কিরণ। ২০১৮-২০১৯ এর জন্য শাহ আলম কাজাল সভাপতির দায়িত্ব পালন করবেন। ৬১ সদস্যের কমিটিতে আবদুল আলীমকে সাধারণ সম্পাদক, মোহব্বত আলম টিপুকে সাংগঠনিক সম্পাদক, মোয়াজ্জম হোসেনকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর