১৮ ডিসেম্বর, ২০১৭ ১০:১৭

জেনেভায় মহান বিজয় দিবস উদযাপন

এমডি রিয়াজ হোসেন, সুইজ্যারল্যান্ড:

জেনেভায় মহান বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর শনিবার জেনেভায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৪৬ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রদূত এম শামীম আহমেদের  সভাপতিত্বে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সুইজারল্যান্ড প্রবাসী বাঙালীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একইসঙ্গে বিশ্ব অভিবাসী দিবসও পালন করে দূতাবাস। 

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়। এছাড়া অভিবাসী দিবস উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এবং সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শ্যামল খান, সহ সভাপতি জাহানারা বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, অমি রহমান পিয়াল আজাদ কাজী সহ অন্যান্য নেতাকর্মী। সভাপতি রাষ্ট্রদূত এম শামীম আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/হিমেল

সর্বশেষ খবর