শিরোনাম
২৬ ডিসেম্বর, ২০১৭ ২০:৪২

মুক্তিযুদ্ধকে তুলে ধরতে রোমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফাহিমা হোসেন (রোম) ইতালি

মুক্তিযুদ্ধকে তুলে ধরতে রোমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখার উদ্যোগে রোমে বিজয় দিবস সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোজাহিদ হাসান রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান রিপনের পরিচালনায় প্রতিযোগিতায় রোমের প্রত্যন্ত এলাকার প্রায় অর্ধশত শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য পরিচিত করা, বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরা ও নিজের সংস্কৃতি ছড়িয়ে দিতে এ আয়োজনে বাংলার সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সন্তানদের সমন্বয়ে গঠিত সংগঠন বদ্ধ পরিকর। নিজেদের দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয়ের এ মেলবন্ধনে অংশগ্রহণ করতে পেরে শিশু-কিশোর ও অভিভাবকরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি লোকমান হোসেন, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তালুকদার, সাংবাদিক সমিতি ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখার সহ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাংগঠনকি সম্পাদক সাগর মাহামুদসহ অন্যান্যরা। 

প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান মনির, মহিলা আওয়ামী লীগ ইতালির সাধারণ সম্পাদিকা নয়না আহমেদ, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ্, সঞ্চারী সংগীতায়নের স্বত্ত্বাধিকারী ইফতেখারুল আলম কনক ও সুস্মিতা সুলতানা, মহিলা আওয়ামী লীগ ইতালির সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা পপি, নিলুফার বানু নিলা।

বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর