১ জানুয়ারি, ২০১৮ ১৪:১০

ব্রিটিশ রাণীর সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রাণীর সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

নতুন বছরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১ হাজার ১২৩ জন মানুষকে সম্মাননা দিয়েছেন ব্রিটিশ রাণী এলিজাবেথ। অন্যকে রক্ষায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিংবা নির্দিষ্ট ক্ষেত্রে যারা অসাধারণ ভূমিকা রেখেছেন তাদের মেম্বারস অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই), অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) ও নাইটহুডসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হয়।

দু'জন বাংলাদেশিও আছেন সম্মননাপ্রাপ্তদের তালিকায়। এরা হলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ডক্টর আনওয়ারা আলী ও ড. পপি সুলতানা জামান। স্পিটালফিল্ড প্র্যাক্টিসের জিপি ড. আনওয়ারা স্থানীয় কমিউনিটিতে স্বাস্থ্যসেবা প্রদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাব পান। অন্যদিকে, মানসিক স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওবিই খেতাব পান ইস্ট সাসেক্সের ড. পপি সুলতানা জামান।

বিডি প্রতিদিন/১ জানুয়ারি, ২০১৮/ফারজানা

সর্বশেষ খবর