৩ জানুয়ারি, ২০১৮ ১০:০০

ইতালীতে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ

এমডি রিয়াজ হোসেন,ইতালীঃ

ইতালীতে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ

ইউরোপের দেশ ইতালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন প্রবাসীরা। 

ঘড়ির কাটা যখন ১২ টা তখনই শুরু হয় আলোর ঝলকানি । রাতের কালো আকাশ বর্ণিল রঙে আলোকিত হয়ে ওঠে । শুধু ইতালীয়ানরাই নয়, তাদের পাশাপাশি অন্যান্য দেশীদের সাথে পাল্লা দিয়ে আনন্দে সামিল হন ইতালী প্রবাসী বাংলাদেশীরা। 

বিভিন্ন বাসা-বাড়ীতে চলে গ্রীল পার্টি । নারী, পুরুষ , ও ছোট ছোট ছেলে মেয়েরা নতুন বছর কে স্বাগতম জানিয়ে মেতে ওঠে। ইতালীর বিভিন্ন শহরে এ উৎসব আয়োজনকে ঘিরে ,নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।

থার্টি ফাস্ট নাইটে ইতালীতে বরিশাল বিভাগ সমিতি,বরিশাল জেলা সমিতি,বরিশাল যুব সমিতি ,ব্যবসায়ী সমাজ সেবক,ইতালী বিএনপির সভাপতি শাহ তাইফুর রহমান,ব্যবসায়ী লায়লা শাহর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নতুন বছরে  ইতালীসহ প্রবাসী বাংলাদেশীরা  সকলেই আশা করেন বিশ্বের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠে ১৮ সালটি বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি ।

প্রবাসী সমাজ সেবক,ইতালী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান  এম এ রব মিন্টু বলেন নতুন বছরকে বরণ করতে ইতালী প্রবাসীদের আয়োজনের কমতি ছিল না। ২০১৮ হবে সুখ এবং শান্তির বছর।

বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

সর্বশেষ খবর