২৭ ডিসেম্বর, ২০১৫ ১৯:২৩

অখণ্ড ভারতে গরুর মর্যাদা কী হবে?

অনলাইন ডেস্ক

অখণ্ড ভারতে গরুর মর্যাদা কী হবে?

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার মন্তব্য করেছেন ভারতের বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। তার মন্তব্যে চারদিকে বইছে সমালোচনার ঝড়। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। স্ট্যাটাসটি পাঠকের জন্য তুলে ধরা হলো: 

"পত্রিকায় পড়লাম বিজেপির সাধারণ সম্পাদক বলেছেন, ‘ভারত-বাংলাদেশ-পাকিস্তান এক সময় এক হয়ে যাবে’। তামাশা করে বলছি না, সিরিয়াসলি এই প্রথম বিজেপির কোনো নেতার কথা আমার মনে ধরেছে। ভাগ যখন করা গেছে জোড়াও তখন নিশ্চয়ই লাগানো যাবে। ধর্মের ভিত্তিতে দেশভাগের মধ্যেই নিহিত আছে সকল সর্বনাশের মূল। উপমহাদেশ এখনো এই ক্ষত খাউজাইয়া রক্ত ঝরাচ্ছে। এই বিষয়ে পরে কখনো লেখা যাবে ।

এবার একটু তামাশা করতেই হচ্ছে।

প্রশ্ন হলো, সেই অখণ্ড দেশে গরুর সামাজিক অবস্থান ও মর্যাদা কি হবে? গরুর ব্যাপার সুরাহা না করে মানুষের জন্য সেই দেশ কেমনে রচিত হবে?"


বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর