২২ আগস্ট, ২০১৬ ১৩:০০

এই দুটো খবর সাম্প্রতিক সময়ের

অালী রীয়াজ

এই দুটো খবর সাম্প্রতিক সময়ের

* পাকিস্তানের একটি আদালত লাহারের প্রস্তাবিত মেট্রো লাইনের নির্মাণের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে এই বলে যে তা শালিমার গার্ডেনসহ এগারোটি সংরক্ষিত স্থাপনের দুইশ ফিটের মধ্যে হতে পারবে না; শালিমার গার্ডেন ইউনেস্কো’র তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের একটি। এই রায় এসেছে সেখানকার পরিবেশবাদীদের করা এক মামলার প্রেক্ষিতে শুক্রবার। লন্ডনের গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে যে, এই রায় ক্ষমতাসীন মুসলিম লীগ ও প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের জন্যে একটা বড় ধাক্কা, কেননা ২০১৮ সালের আগেই এই মেগা প্রজেক্টটি শেষ করতে চাইছিল সরকার যাতে করে তা নির্বাচনী প্রচারের কাজে সাহায্য করে। চীনের অর্থায়নে এই প্রকল্পের অনুমিত ব্যয় ১ বিলিয়ন ডলার।

* ভারতে সরকার সম্প্রতি ৩ বিলিয়ন ডলারের একটি হীরক উত্তোলন প্রকল্প সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে বাঘদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে এবং পরিবেশ রক্ষার স্বার্থে। মধ্য প্রদেশের ছাত্তারপুর বনাঞ্চলের ৯৭১ হেক্টর বন রক্ষার জন্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। পৃথিবীর অন্যতম হীরক মাইন কোম্পানি গত দশ বছর ধরেই এই খনি খননের অনুমতি চেয়ে আসছে। গ্লোবাল সিটিজেন নামক ওয়েব সাইটে গরিমা বখশি ১ আগস্ট লিখেছেন প্রকল্প বাস্তবায়িত হলে মোট ৪ লাখ ৯২ হাজার গাছ কাটা পড়বে।


(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

 

বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর