৪ অক্টোবর, ২০১৬ ১৯:৫৪

'কোপানো কালচার'

তসলিমা নাসরিন:

'কোপানো কালচার'

বাংলাদেশের কালচার ছিল বাঙালি কালচার। বাঙালি কালচার বলতে বুঝতাম নাচ গান চিত্রকলার কালচার, দই মিষ্টি পিঠেপুলি আর মাছ ভাতের কালচার, নকশি কাঁথার কালচার। এখন কালচার বদলে গেছে। বাংলাদেশের বর্তমান কালচারের নাম 'কোপানো কালচার'। ওদেশে মানুষ মানুষকে কুপিয়ে মারে। মতে মিলছে না। কোপ। কথা শুনছে না। কোপ। প্রেমে রাজি হচ্ছে না। কোপ। একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটি প্রেমে সাড়া দেয়নি। সে কারণে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় পথচারীদের চোখের সামনে ছেলেটি কোপাচ্ছে মেয়েটিকে...

লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত


বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর