শিরোনাম
২৫ জানুয়ারি, ২০১৭ ১২:১১

'ব্যস আমি নিষিদ্ধ'

তসলিমা নাসরিন

'ব্যস আমি নিষিদ্ধ'

ফাইল ছবি

সারা পৃথিবী থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ যায় জয়পুর লিটারেচার ফেস্টিভেলে। এমনই ব্যাপক। পাউয়ারফুলও বটে। বিশাল বিশাল প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিচ্ছে। সরকারও অংশগ্রহণ করে ধন্য হচ্ছে। বুকার প্রাইজ পাওয়া লেখকের ভিড়, বেস্ট সেলারে ছেয়ে আছে চারদিক। হারপারকলিন্স পেঙ্গুইন জমকালো পার্টি দিচ্ছে। এই ফেস্টিভেলে আমাকে এবার প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমার উপস্থিতি নিয়ে পাঁচটা অজ্ঞ, অসভ্য, অশিক্ষিত মোল্লা আপত্তি করলো, ওম্নি অত বড় পাউয়ারফুল ফেস্টিভেলের পাউয়ারফুল পরিচালকেরা বলে দিলেন, 'মাথা পেতে মেনে নিচ্ছি আপনাদের ডিমান্ড, প্রতিজ্ঞা করছি আমরা আর কখনও তসলিমাকে জয়পুর লিটারেচার ফেস্টিভেলে আমন্ত্রণ জানাবো না'।

ব্যস আমি নিষিদ্ধ।

পৃথিবীতে বোধহয় আর কাউকে এত সহজে নিষিদ্ধ করা যায় না, যত সহজে করা যায় আমাকে।

(লেখিকার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল

সর্বশেষ খবর