১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৩

'প্লিজ কেউ আমিন না লিখে যাবেন না'

প্রভাষ আমিন

'প্লিজ কেউ আমিন না লিখে যাবেন না'

আগে দেখেছি, গ্রেট কোনো ক্রিকেটার বা টেনিস খেলোয়াড় অবসর নিলে ব্যাট উচিয়ে তোরণ বানিয়ে তাঁকে সংবর্ধনা দেয়া হতো। বাংলাদেশের এই গ্রেট পলিটিশিয়ান সৃষ্টিশীলতার অভিনবত্বে তাদেরকেও ছাড়িয়ে গেছেন। গত শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে এই অভিনব সংবর্ধনা দেয়া হয়।

দুই সারি শিক্ষার্থীর মাঝে উপুড় হয়ে থাকা আরেক শিক্ষার্থীর পিঠের ওপর দিয়ে হেঁটে আসছেন তিনি। তাঁর নামার সিঁড়ি হতে উপুড় হয়ে অপেক্ষা করছেন আরেক শিক্ষার্থী। এই মহান পুরুষের নাম নূর হোসেন পাটওয়ারী। তিনি হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর জাতির মেরুদণ্ডের ওপর দিয়ে অনায়াসে হেঁটে আসা কম কথা নয়। দাবি জানাচ্ছি, সৃষ্টি সুখের উল্লাসে মাতা এই মহান পুরুষকে জাতীয় পর্যায়ে সংবর্ধনা দেয়া হোক। জাতীয় স্টেডিয়ামে আয়োজন হোক তার আরেকটি অ্যাক্রোবেটিক সংবর্ধনা, যেখানে তিনি সব টিভির লাইভ ক্যামেরার সামনে তার এই নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন। প্লিজ কেউ আমিন না লিখে যাবেন না।

লেখক: এটিএন নিউজের এসোসিয়েট হেড অব নিউজ

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
 

বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর