Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৪ অনলাইন ভার্সন
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৩
'সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মিউজিয়ামে মোমের মূর্তি থাকত'
অনলাইন ডেস্ক
'সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মিউজিয়ামে মোমের মূর্তি থাকত'
সালমান শাহ

তরুণ অভিনেতা আসিফ ইমরোজ সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে তার ফেসবুক পেজে লিখেছেন, সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে তার মোমের মূর্তি থাকত।

আসিফ লিখেছেন, আজ আমার ভাই আমার আইডল সালমান শাহ্‌ কে নিয়ে কিছু কথা বলি।

আজ তিনি একটি অবহেলিত দেশের মেগা সুপারস্টার বলে তাকে নিয়ে আমরা এই কথাটি বলি না যে মাইকেল জ্যাকসন এর মতো 'সুপার ডুপার স্টার অব গ্যালাক্সি' এর রহস্যজনক মৃত্যুতে ও তার একটি ভক্ত ও আত্মহত্যা করল না কষ্টে। কিন্তু সালমান শাহর মৃত্যু তে কয়েকজন মেয়ে আত্মহত্যা করে।

আসিফ ইমরোজ বলেন, আমার বড় বোনের কান্না আমি দেখেছি। আজ যদি ভাই আমার অন্য কোনো দেশে জন্মাত, তাহলে তার নাম ইতিহাসের পাতায় থাকত, লন্ডন এর মাদামত্যুসো জাদুঘরে তার মোমের পুতুল থাকত। আহ! আফসোস মহানায়ক তুমি এই দেশ এর সম্পদ ছিলে।  

বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow