১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৫

'ডুব' নিয়ে কিছু কথা

তসলিমা নাসরিন

'ডুব' নিয়ে কিছু কথা

বাংলাদেশে 'ডুব' নামের এক চলচ্চিত্রকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে। এ নিশ্চয়ই ভালো লক্ষণ। বিতর্ক হলে মানুষ ভাবার সুযোগ পায়। মত প্রকাশের অধিকার সম্পর্কে নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারে। ঠিক করতে পারে সে কোন দিকে যাবে, বাক স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে।

আমার বই যখন একের পর এক নিষিদ্ধ করেছে বাংলাদেশের সরকার, কেউ টু শব্দটি করেনি। দেখে এরকমই মনে হয়েছে, আমার মত প্রকাশের অধিকারে কেউ বিশ্বাস করে না। যারা মানুষের মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে, তারা কিন্তু সবার, শত্রু-মিত্র সবারই মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে। 

মতে বিশ্বাস না করতে পারো, কিন্তু মত প্রকাশের অধিকারে তো বিশ্বাস করবে। তুমি যদি ক'র বাক স্বাধীনতায় বিশ্বাস করো, কিন্তু খ'র বাক স্বাধীনতায় বিশ্বাস না করো, তবে কিন্তু তুমি বাক স্বাধীনতা ব্যাপারটাতেই বিশ্বাস করো না।

(লেখিকার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

 

 

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর