শিরোনাম
১ মার্চ, ২০১৭ ১৩:২১

চতুর্থ শ্রেণির ছাত্রের নির্বাচনী পোস্টার ঘুরছে ফেসবুকে!

অনলাইন ডেস্ক

চতুর্থ শ্রেণির ছাত্রের নির্বাচনী পোস্টার ঘুরছে ফেসবুকে!

সংগৃহীত ছবি

পোস্টারটি দেখলেই প্রথমে মনে হয়তে পারে এটা বুঝি কোনো জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় প্রতিনিধি নির্বাচনের পোস্টার। কিন্তু ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই পোস্টারটি এক প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের। এই পোস্টার দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।  

পোস্টারে লেখা রয়েছে, 'কামারগাঁও আব্দুল বারী খান প্রাথমিক বিদ্যালয় ক্যাপ্টিন নির্বাচন। শ্রেণি চতুর্থ, শাখা-গোলাপ, রোল-০২। মাহমুদুর রহমান অনিককে টিফিন বক্স মার্কায় ভোট দিন। টিফিন বক্স মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সহপাঠী বন্ধু-বান্ধবী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের সেবা করার সুযোগ দিন।'

পোস্টারটির সত্যতার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে সর্বপ্রথম নিজের ফেসবুক টাইমটাইনে পোস্ট করেন ওয়াসিম ফারুক নামের এক ব্যক্তি। তিনি একটি জাতীয় দৈনিকে লেখালেখি করেন।   

ওয়াসিম ফারুক বলেন, 'আমাকে ফেসবুকে একজন পোস্টারটি সরবরাহ করে। পরে পোস্টারের সত্যতা যাচাইয়ের জন্য খোঁজ নিয়ে জানতে পারি এটি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকূল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পরে আমি সেই স্কুলে যোগাযোগ করি। '  

এ বিষয়ে ওয়াসিম ফারুক কামারগাওঁ আব্দুল বারী খান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী ঘোষের সাথে যোগাযোগ করেন। কণিকা রানী ঘোষ পোস্টারের বিষয়ে ওয়াসিম ফারুককে বলেন, 'আজ (মঙ্গলবার) ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের দিন ছিল। সকালে এসে দেখি স্কুলের আশেপাশে কে বা কারা এসব পোস্টার লাগিয়ে গেছে।'  

সৌদি প্রবাসী ফারুখ আহমেদ পোস্টারটি শেয়ার করে লিখেছেন, 'নেতৃত্বের প্রশিক্ষণ এখন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হচ্ছে। আশা করছি তা সংসদে গিয়ে শেষ হবে।'  

বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর