Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ২ মার্চ, ২০১৭ ১৪:২২ অনলাইন ভার্সন
আপডেট :
ফেসবুকে চাকরির খবর!
অনলাইন ডেস্ক
ফেসবুকে চাকরির খবর!

শুধু ছবি, ভিডিও বা ভাবনা শেয়ারিং নয়, এবার ফেসবুকে মিলবে চাকরির খবর। মানুষের আরও কাছাকাছি আসতে এ উদ্যোগ নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

অনলাইনে অনেকেই বিভিন্ন উপায়ে চাকরি খুঁজে থাকেন। বিভিন্ন ওয়েবসাইটে বায়োডাটা আপলোড করে দেওয়া যায়। সেই বায়োডাটা দেখে চাকরিপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সংস্থা। আবার বিভিন্ন জব সাইটে থাকে চাকরির খবর। এবার ফেসবুকে মিলবে চাকরির সন্ধান। আপনি চাকরির জন্য আবেদন না জানালেও তার সন্ধান দেবে ফেসবুক।  

মূলত নিম্ন আয়ের মানুষ, যাদের সেভাবে কোনও বায়োডাটা থাকা সম্ভব নয়, তাদের জন্যই এই উদ্যোগ। তাদের কাছে না চাইতেই চাকরির প্রস্তাব পাঠিয়ে দেবে ফেসবুক।  

সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই কোনও না কোনও কাজে ব্যস্ত।

তারা নতুন কোনও কাজের জন্য চেষ্টা করেন না। ফেসবুক তাদের কাছে উপযুক্ত কাজের প্রস্তাব পৌঁছে দেবে। কয়েকটা বোতামে চাপ দিলেই এই সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী। আলাদা করে নিজের বায়োডাটা আপলোড করার দরকার পড়বে না।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow