২৯ মে, ২০১৭ ১৭:২৪

এ কেমন চেতনা?

আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম

এ কেমন চেতনা?

আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম

ভাস্কর মৃণাল হক। ছাত্রদলের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক। পিতা- একরামুল হক জিয়াউর রহমানের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ভগ্নিপতি আমিনুল হক বেগম খালেদা জিয়ার মন্ত্রীসভার সদস্য ছিলেন। মৃণাল হক ৯০ এর দশকের শেষার্ধে নিউইয়র্কের ঠিকানা পত্রিকায় সাক্ষাত্কারে বলেছিলেন "শেখ মুজিবকে আমার নিজ হাতে খুন করার ইচ্ছা হয়েছিল"। 

সুপ্রিম কোর্টের সামনে বাংলাদেশের মানচিত্রকে আড়াল করে গ্রীক দেবী থেমিসের যে ভাস্কর্য (তাও নকল শাড়ি পরানো) স্থাপন করা হয়েছে তার শিল্পী তিনি। আর সেটি অপসারণের পর পর মৃণাল হক অঝোরে কাঁদলেন বলে মিডিয়ায় জানালেন, আর আমরা সমস্বরে ছেচাতে লাগলাম চেতনা গেল, চেতনা গেল। হায়রে স্বাধীনতা, হায়রে চেতনা। মানচিত্র আচ্ছাদিত করলে চেতনা ঊর্ধ্বমুখে য়ায়, আর থেমিসের ভাস্কর্য সরালে চেতনা ভুলণ্ঠিত হয়। এ কেমন চেতনা? পতাকা আচ্ছাদিত করার পর চেতনাধারী কেউ কি প্রতিবাদ করেছিলেন। মানচিত্র বড় না থেমিসের ভাস্কর্য? মুক্তিযুদ্ধের চেতনার লাগামও এখন মৃণাল হকদের হাতে।

(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর