৫ আগস্ট, ২০১৭ ১৪:০২

আজব এক পৃথিবীতে বাস করছি আমরা

ওমর সানি

আজব এক পৃথিবীতে বাস করছি আমরা

নুপুরের দাম হাজার টাকা, তার স্থান কিন্তু পায়ে। আর দুই টাকার টিপের স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি। কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিপড়া ও ছাড়ে না। 

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। 

তাইতো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না। কিন্তু দুধ বিক্রেতাকে ঘরে ঘরে যেতে হয়। আমরা সবসময় বলি দুধে পানি মেশান নিতো? কিন্তু মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।আজ পযর্ন্ত মানুষকে এটুকুই বুঝলাম, মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায়। আর সিংহ বললে খুশি হয়। আজব এক পৃথিবীতে বাস করছি আমরা।

 

(অভিনেতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/৫ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর