২১ আগস্ট, ২০১৭ ১৮:০৯

'সকল দলের চামচাদের স্মরণ রাখা প্রয়োজন'

অনলাইন ডেস্ক

'সকল দলের চামচাদের স্মরণ রাখা প্রয়োজন'

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম এ মান্নানের পুত্র জাভেদ মান্নানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে সামাজিক গণমাধ্যমে। জাভেদ মান্নান ব্যক্তিগতভাবে গ্রীণ ইউনিভার্সিটির শিক্ষক। তার বেশিরভাগ ফেসবুক স্ট্যাটাস সরকারের বিরুদ্ধে। তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো-
"সকল দলের চামচাদের স্মরণ রাখা প্রয়োজন যে মাননীয় প্রধান বিচারপতি কোন যদু মধু রাম শাম নন। উনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। উনাকে কটাক্ষ করার পূর্বে নিজের যোগ্যতাটা একটু পরখ করে নেয়াটাও মনে হয় জরুরি। দলীয় চামচাদের আরেকটা বিষয় বোঝা উচিত যে উনাদের অতি উৎসাহী চামচামির ফলশ্রুতিতে দলের যথেষ্ট বদনাম হয়। সকল পেশার মানুষজন এখন রাজনীতি করে। শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, উকিল-সকলে। তাহলে রাজনীতিবিদরা কি জন্য আছেন? এখন রাজনীতিবিদরা যদি ডাক্তারি করা শুরু করে তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? উনারাতো বলতেই পারেন যে ভাই আপনারা এত কষ্ট করে আমাদের কাজগুলো করে দিচ্ছেন, আপনাদের কাজগুলো আমরা একটু করে দেই। আপনার যদি এতই শখ থাকে রাজনীতি করার, তাহলে পুরোপুরি মাঠে নেমে যান। আর যদি মাঠে নামতে না পারেন, তাহলে যে পেশাতে আছেন সেটা মন দিয়ে করেন। সকলের জন্য ভাল হবে। আপনারও ভাল হবে। দেশেরও কল্যাণ হবে। আমার দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে আমাদের 'চামচামি' মন-মানসিকতার কারণে। কোন সরকার, সে যত ভালই হোক না কেন, খুব বেশী কিছু করতে পারবে না, যদি আমরা না শুধরাই। আমাদের বোধ হয় মনে রাখা উচিত যে, আমার দেশ শিক্ষিত মানুশের জন্যই ডুবছে, অশিক্ষিত অথবা কম শিক্ষিত মানুষের জন্য নয়।"

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর