২৩ আগস্ট, ২০১৭ ১৪:২৯

অতঃপর কবি চলে গেলো

ফারুক আহমেদ

অতঃপর কবি চলে গেলো

অতঃপর কবি চলে গেলো। 
পৃথিবীর সকল রূপ, রস ত্যাগ করে
 চলে গেলো সে উর্দ্ধলোকে।

যেখানে তার কেউ নেই। 
স্ত্রী নেই, পুত্র-কন্যা নেই, 
স্বজনেরা নেই।

তুমি এত বিষন্ন কেন কবি? 
তোমার কি খুব মন খারাপ? 
তাহলে কেন তুমি চলে গেলে 
নিঃসীম শূন্যতায়?

চলে এস কবি। 
আমরা তোমার জন্য অপেক্ষা করছি। 
চলে এসো এই অালোর ঝর্ণাধারায়।

অভিমানী কবি! 
জানি তুমি অার 
ফিরবে না কোন দিন।

ফিরতে চাইলেও আর 
পারবে না ফিরতে।
কবি! দুঃখ করো না।

অপেক্ষা কর। 
আমরা আসছি।
আমরা অাসছি তোমার কাছে।
অভিনেতা ফারুক আহমেদ

(অভিনেতার ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর