২৪ নভেম্বর, ২০১৭ ০২:৫১

খুব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম

ইফতেখাইরুল ইসলাম:

খুব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম

আমি খুব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, আমার একটা ছোট্ট দ্বিতল বাড়ি থাকবে! বাড়ির সামনে অনেকটা খালি জায়গা সেইসাথে লাগোয়া একটা পুকুর!

সময়ের সাথে স্বপ্ন বদলায়, মানুষ বদলায়... আমি বাড়ির সামনে ফাঁকা জায়গা পেতে চেয়েছিলাম কারণ আমার বাগানের খুব শখ ছিল! আমার বাবা আমাদের বাড়ির পেছনের বিশাল জায়গা জুড়ে সবজি বাগান করেছিলেন। লাউ, পুঁইশাক আর শিম লাগানো হতো সবসময়! আমি ছোটবেলায় আমাদের গদী'র কর্মচারীদের নিয়ে ওই বাড়িতে যেতাম, নিজ হাতে সবজি তুলতাম... অদ্ভূত ভাল লাগতো আমার...

কখনো সময় পেলে আমার ভিতরের অবচেতন মনে লুকিয়ে থাকা আমার সেই কৃষক সত্ত্বার বিকাশ আমি ঘটাতে চাই! আমার বাগানে আমি সব রকমের সবজি রাখবো। যদি কখনো পুকুর কাঁটাই সেখানে থাকবে পছন্দের মাছ। ঠিক কতদিন পর আমার এই স্বপ্নের পূর্ণতা আসবে তা জানিনা, তবে এটি বাস্তবায়ন আমি করবোই ইনশাআল্লাহ...

ইদানীং অনেকে ছাদেও বাগান করেন। অদ্ভূত ভাল লাগে এসব বাগান দেখতে। সকল রকমের সবজির সমাহার। এসবে ভীষণ যত্ন লাগে যেটার সময় নেই আমার। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটু সুযোগ পেয়েছি আমি! অল্প একটু খালি জায়গায় আজ বীজ বপন করলাম.. আশা করছি শাক সবজি হলে তার শুধু ছবি আপনাদের দেখাবো, খাবো শুধু আমরা।

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর