১০ ডিসেম্বর, ২০১৭ ২০:৪৮

বিয়ে করতে চাইলেও দোষ খুঁজি

মাকসুদা আক্তার প্রিয়তি

বিয়ে করতে চাইলেও দোষ খুঁজি

আমরা যখন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন কি আমরা ফ্রি'তে কাজ করি? কাজটি ভালো হোক কিংবা খারাপ, দুই ধরনের কাজেই পারিশ্রমিক নিয়ে থাকি। তাই না?

আবার, আমার পারিবারিক বা ব্যক্তিগত কিছু ব্যাপার একান্ত নিজের হতেই পারে। গোপন রাখার অধিকারও আর সবার মতো আমার থাকতেই পারে। কিন্তু, কিন্তু, কিন্তু আমি যদি বলি, ইন্ডাস্ট্রি এর স্বার্থে নিজের ব্যক্তিগত/পারিবারিক বিষয় গোপন রাখা হয়েছে বছরের পর বছর, হজম করা যায়? ইন্ডাস্ট্রি'কে কি চ্যারিটি স্বরূপ ফ্রি কাজ উপহার দেয়া হয়েছিল? নিজের একান্ত স্বার্থগুলো উধাও হয়ে গিয়েছিল?

আবার আমি যিনি 'ইনফেরিওরিটি কমপ্লেক্স' এ ভোগী। নিজের গুরুত্ব তুলে ধরার জন্য বাকি কাজ বাদ দিয়ে, আমাকে কেউ ভালবাসলেও দোষ খুঁজি, আবার কেউ বিয়ে করতে চাইলেও দোষ খুঁজি। যা হয়তো নিতান্তই ওই মানুষগুলোর ছোট্ট এক শখ, ইচ্ছা পোষণ বা স্বপ্ন বা ফ্যানসি ছাড়া কিছুই নয়, আবার অনেকে মজার ছলেও বলতে পারে। ছোটখাটো এই সব ব্যাপারগুলো নিয়ে যখন ইস্যু বানাই, তখন ধরে নিতে হবে আমার পারসোনালিটি এর সমস্যা রয়েছে, তারকা খ্যাতি আমার জন্য নয় বা মানায় না।

বি. দ্র. প্রিয়তি কিন্তু কোনো তারকা নয়, শুধু শুধু লাফায়।

(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর