১৬ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৭

"সোনা" চরিত্রের জন্য মানুষের আক্ষেপ শুনেছি...

শামীম আহমেদ রনি

ফাইল ছবি

"অন্তর জ্বালা" আমার মনে হাহাকার সৃষ্টি করছে... ছবি দেখতে দেখতে হলে হাততালি বা শীষ বাজানোর শব্দ কম শুনেছি সত্যি; কিন্তু যেটা হলের মধ্যে খুব কম সিনেমাতেই শোনা যায়, সেই শব্দ শুনেছি... দীর্ঘশ্বাস... 

ছবি শেষ হয়ে যাবার পর অনেককে হাত উচিয়ে ক্ল্যাপ দিয়ে বের হতে দেখেছি... 
হল থেকে বের হবার সময় দর্শকদের ছবির চরিত্র নিয়ে কথা বলতে শুনেছি... 

ছবির "সোনা" চরিত্রের জন্য মানুষের আক্ষেপ শুনেছি... "ইশশশ"... "আহা রে"... শব্দ দুটা যে কত করুণ হতে পারে তা "সোনা" আত্মহত্যা করার পর দর্শকদের মুখে শুনেছি... 

"আলাল" চরিত্রের জন্য গল্পে ঢুকে যাওয়া দর্শককে বলতে শুনেছি "কপাল পোড়া"... 
"আলাল" চরিত্রের জন্য জায়েদ খান নিজেকে যেভাবে ভেঙ্গেছে তা প্রশংসারযোগ্য... 

সবকিছুই ভালো ছিলো না এটা সত্যি... কি দরকার ছিলো এমন একটা সুন্দর গল্পের ছবিতে চলচ্চিত্রের অন্ধকার যুগের মতো মেদবহুল শরীরের নৃত্য নামক সার্কাসের প্রদর্শনীর... আমি জানি না... 

"সোনা" কে আরো কিছুসময় পর্দায় দেখার আক্ষেপ অন্তরে অতৃপ্তিটা রেখেই দিলো... 
বড়দা মিঠুর অভিনয় হল কাঁপিয়ে দিয়েছে... 

সবচেয়ে বড় যেটা... মালেক আফসারী আসলেই মালেক আফসারী... ছবিটা দেখলেই সেটা বোঝা যায়... সেই ছোট বেলা থেকে আমি উনার সিনেমার ফ্যান... এই বড় বেলাতে এসে আবারো উনার সিনেমার ফ্যান হয়ে গেলাম... 

জ্বলে উঠেছে "অন্তর জ্বালা"...হলে গিয়ে অন্তর জ্বালা দেখুন, ভালো লাগবে,পয়সা উসুল হবে; আমি গ্যারান্টি দিচ্ছি... 

হ্যাঁ; তবে- যৌথ প্রযোজনার সিনেমার মতো শটে শটে টেকনোলজির খেলা হয়তো ছবিতে পাবেন না... কিন্তু স্বীকার করতেই হবে দেশীয় সীমাবদ্ধতায় নির্মিত একটা সুন্দর ছবির নাম "অন্তর জ্বালা"... 

বাবু ভাই আসলেই ভালো লিখেছেন সংলাপ... সবচাইতে দুর্দান্ত ছিলো শুভ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক... 
শুভ কামনা "অন্তর জ্বালা"র জন্য...

(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর