৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:০০

জীবন যুদ্ধে অদম্য শিশু দোলেনা

ইফতেখার আহমেদ

জীবন যুদ্ধে অদম্য শিশু দোলেনা

কচি হাতে পিঠা বানায় আর বিক্রি করে দোলেনা। এ দিয়ে হয় তার পরিবারের অন্নের যোগান এবং নিজের লেখাপড়ার খরচ। দোলেনাকে প্রতিদিন দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পাশের রাস্তায়। 

৪র্থ শ্রেণির ছাত্রী এতিম দোলেনা স্কুল থেকে ফিরে ড্রেস খোলার ফুরসৎ পায় না অধিকাংশ সময়। বই খাতা থাকে পাশে, মাথার ওপর খোলা আকাশের সূর্যের তাপ! লাকড়ির চূলার আগুনের উত্তাপ সয়ে কচি হাতে নিপুনভাবে নানারকম দেশি পিঠা আর রুটি তৈরি করে বিক্রি করে দোলেনা। (সূত্র- দৈনিক ইত্তেফাক)

জীবন যুদ্ধে অদম্য সংগ্রামী দশ বছরের শিশু দোলেনা আমাদের আশা জাগানিয়া এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর