২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৩৪

উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ-বঙ্গ ভাষার মিশ্রণ করছে

হানিফ সংকেত

উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ-বঙ্গ ভাষার মিশ্রণ করছে

আজকের এই দিনে বিশেষভাবে মনে পড়ছে প্রভাতফেরির সেই গানটির কথা ‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে/আজিকে স্মরিও তারে’।

অথচ ইদানিং আমাদের সত্তায়-মননে যেভাবে পরজীবী হবার চাষ চলছে, নিজের ভাষা ভুলিয়ে, হিন্দি-ইংরেজি গুলিয়ে শিশুদের যে অপভাষা গেলানো হচ্ছে তার পরিণতি খুব ভালো নয়।

টিভিতে, ছবিতে, বিশেষ করে কিছু কিছু এফএম রেডিওতে বাংলা ভাষা যেন সহশিল্পীর মত, সহ-ভাষা হয়ে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু টিভি নাটক দেখলে মনে হয় সেখানে ভাষা বিকৃতির প্রতিযোগিতা চলছে।

ইদানিং অনেককেই দেখা যায় উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ-বঙ্গ ভাষার মিশ্রণে ভিনদেশি সংস্কৃতির চর্চা করছে। যা অত্যন্ত পীড়াদায়ক। আসলে ভাষা যখন শিকড় হারিয়ে ভাসমান হয় অর্থাৎ ভাসে তখন অনেক জঞ্জালও ভেসে আসে, আমাদের সেইসব জঞ্জাল থেকে মুক্ত থাকতে হবে।

যেই মহান শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা, তাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

সর্বশেষ খবর