১২ মার্চ, ২০১৮ ০১:২১

হুমায়ূনকে রেখে একা একা যেতে মন চাইছিল না

মেহের আফরোজ শাওন

হুমায়ূনকে রেখে একা একা যেতে মন চাইছিল না

আজ একটা বিবাহ অভ্যর্থনার [wedding reception (হেহেহে... বাংলায় আমি খারাপ না) দাওয়াত ছিল...।

পাত্র হুমায়ূন আহমেদের স্নেহের একজন...। তার সম্পর্কে হুমায়ূনের একটা গল্প ছিল অনেকটা এরকম—‘লস এন্জেলস এ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছেন তারা সবাই...। থাকছেন এক পাঁচতারকা হোটেলে... হুমায়ূনের রুম পড়েছে ২২ না ২৩ তম তলায়... হোটেলের সব রুম যেহেতু ধূমপান মুক্ত। তাই চেইন স্মোকার হুমায়ূনকে আধঘণ্টা পরপর নিচতলায় আসতে হয় সিগারেট খাওয়ার জন্য...। ২২/২৩ তলা থেকে নিচে নামার সময় তিনি লক্ষ্য করলেন তাঁকে সঙ্গ দেয়ার জন্য অধূমপায়ী ওই তরুণ প্রত্যেকবার নিচে নেমে আসে...। তাদের মধ্যে তখন ছোট ছোট অনেক গল্প হয়...।

হুমায়ূন আহমেদ মুগ্ধ হয়েছিলেন সেই তরুণের ভদ্রতায়.., বিস্মিত হয়েছিলেন তরুণের বুদ্ধিমত্তায়...’।

ইরেশ যাকের (Iresh Zaker) আপনার অনুষ্ঠানে হুমায়ূনকে রেখে একা একা যেতে মন চাইছিল না... (না যাওয়ার কোনো একটা ছুঁতো খুঁজছিলাম হয়তো ...) তাই ধানমন্ডি থেকে উত্তরার পথে রওনা হয়েও আড়াই ঘন্টা ট্র্যাফিক জ্যামে বসে স্বাস্থ্যবান মশার কামড় খেয়ে বাড়ি ফিরে আসলাম ...। প্রিয়জনদের নিয়ে আপনার অসম্ভব সুন্দর জীবনের জন্য শুভকামনা...।

(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর