১৭ মার্চ, ২০১৮ ১৪:৩১

সুবিধাবঞ্চিত বাচ্চারাও শিখেছে, আমরা শিখছি তো?

ইফতেখায়রুল ইসলাম

সুবিধাবঞ্চিত বাচ্চারাও শিখেছে, আমরা শিখছি তো?

আজ জাতীয় শিশু দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী।

যখন অফিসে শিশুদের নিয়ে কেক কাটার চিন্তা করছিলাম তখনও ভাবিনি কী বিশাল বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য! সুবিধাবঞ্চিত প্রায় ১৫-১৮ জন শিশু আসলো আমার অফিসে, যাদের কেউ কেউ স্কুলে যায় কেউবা যায়না! যখন জিজ্ঞেস করলাম, আজ কী? ওরা সমস্বরে বলে উঠলো "আজ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন!"

ভাল লাগাটা আরও বেড়ে যায় যখন ওদের জিজ্ঞেস করলাম বলতো বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেছেন? প্রায় সকলে সমস্বরে আবারও বলে উঠলো ১৯২০ সালে।

অদ্ভূত, চমৎকার ও অপার বিস্ময় নিয়ে আমি শুধু শুনলাম ও তাকিয়ে থাকলাম! এই মহিমান্বিত দিনটির তাৎপর্য কত বিশাল আবেদন নিয়ে হাজির; তা এই ছোট্ট সুবিধাবঞ্চিত প্রাণের শিশুদের অবস্থানেই প্রতীয়মান।

এই একটি জায়গাতে আমাদের সকলকে দল, মতের ঊর্ধ্বে উঠে শ্রদ্ধার্ঘ নিবেদন করা জানতে হবে। সুবিধাবঞ্চিত বাচ্চারাও শিখে গেছে, আমরা শিখছি তো!?

কবি যথার্থই বলেছেন, সময়ের চোরাস্রোতে সব বদলে যায়, বদলায়না কেবল ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি সেই চিরভাস্বর ইতিহাস। সকল শিশুকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা।

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর