২৪ মার্চ, ২০১৮ ১৭:৪৫

মোশাররফ ক্ষমা চাইলেন কেন: তসলিমা

অনলাইন ডেস্ক

মোশাররফ ক্ষমা চাইলেন কেন: তসলিমা

মোশাররফ করিম ও তসলিমা নাসরিন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে পোশাক নিয়ে তার একটি মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।এরই জেরে ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন মোশাররফ করিম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন-'আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি, তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।

আর মোশাররফ করিমের ক্ষমা চাওয়া প্রসঙ্গে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন- মোশাররফ ক্ষমা চাইলেন কেন? তিনি তো ভালো জানেন যে মেয়েরা তাদের পোশাকের কারণে ধর্ষিতা হয় না। সত্য কথা বলার জন্য ক্ষমা চাইতে হয় না কখনও। ক্ষমা চাইলে নিজেকে বড় ক্ষুদ্র করে ফেলা হয়। নিজের ওই ক্ষুদ্র, ওই কুণ্ঠিত কুঞ্চিত রূপটি দেখতে কারোরই ভালো লাগে না।

বিডিপ্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর