২০ এপ্রিল, ২০১৮ ০০:৩২

ফিল্মের পোস্টার করতে যারা ইন্ডিয়া যায় তাদের জন্য করুণা হয়

শামীম আহমেদ রনি

ফিল্মের পোস্টার করতে যারা ইন্ডিয়া যায় তাদের জন্য করুণা হয়

আমাদের টেকনোলজির সমস্যা, বাজেটের ঘাটতি... এসব মিলিয়ে খুব বেশি আশাবাদী ছিলাম না 'বিজলী' নিয়ে... ট্রেলার দেখেও আহামরী কিছু মনে হয়নি... যদিও Iftakar Chowdhury ভাইয়ের উপর ভরসা করাই যায় এই আশায় দেখতে গিয়েছিলাম 'বিজলী'... 

আমি 'বিজলী' নিয়ে কোন প্রশংসা না করে সরাসরি শুধু একটি কথাই বলছি, 'বিজলী-২' পর্দায় দেখার জন্য সবচাইতে বেশি আগ্রহ নিয়ে আমি অপেক্ষায় রইলাম... 

ববির এক্টিং এর উন্নতি চোখে পড়ার মতো... কস্টিউম এন্ড লুক দুর্দান্ত... 
মিলন ভাইয়ের কি লুক মাইরি... মিশা ভাই আর বিজলী রূপিনী ববি'র মুখোমুখি হবার দৃশ্যটা দেখার জন্য আমার আর তর সইছে না... 

বাংলাদেশের যারা ফিল্মের পোস্টার করতে ইন্ডিয়া যায় তাদের জন্য করুণা... Sajjadul Islam Sayeem ভাই অসাধারণ... 

সাবাস... এগিয়ে যাচ্ছে আমাদের চলচ্চিত্র... আমরাও পারি... 
আমাদেরও ফিল্মে এক সুপার হিরো আছে, আমরা বলতেই পারি... অন্তত আমি বলতেই পারি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর