৭ মে, ২০১৮ ১৩:৪৯

চলচ্চিত্রের নামটি হবে 'দিন-দ্য ডে'

অনন্ত জলিল

চলচ্চিত্রের নামটি হবে 'দিন-দ্য ডে'

হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করবো। আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, আর আশা করি এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো।

ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য মেসেজ। যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সর্মথন করে না, আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে, 'দিন-দ্য ডে'। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম 'দ্বীন', আসলে তা না।

আরেকটি বিষয় যেটি পরিস্কার হওয়া প্রয়োজন মনে করি সেটি হল , মুফতি উসামা ইসলাম কোনোভাবেই আমার এই সিনেমার সাথে জড়িত নন, আমি যে বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি উসামা ইসলামের। আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায় না।

উনার কথা থেকে আমার মাথায় আসে যে পুরো দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। এই কথা বোঝানোর জন্য আমি বলেছিলাম, সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের।

আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, তবে সময়মত চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো। আশা করি, আপনারা আমার পাশে থেকে উৎসাহ দিবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/৭ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর