১ জুন, ২০১৮ ২৩:৫৯

সাত বছর পর আবার সেই চুলকানি আসে

মাকসুদা আক্তার প্রিয়তি

সাত বছর পর আবার সেই চুলকানি আসে

আয়ারল্যান্ডে সাত বছরের চুলকানি অর্থাৎ '7 Years Itch' নামে একটি কথা প্রচলিত আছে। ওরা মানে বা মনে করে বা জানে , প্রতিটি বৈবাহিক সম্পর্কে বা প্রেম সম্পর্কতে সাত বছর পর টানাপোড়া শুরু হয়, সম্পর্কটি কেমন যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়, ভালো না লাগার কারণ গুলো মুখ্য হয়ে যায়, ঐ সম্পর্ক থেকে ছুটকারা পাওয়ার প্রবণতা বেশী থাকে।

ঐ ' 7 years Itch' টার্ম এ, অর্থাৎ এই আশেপাশের সময়ে কোন couple যদি কোনভাবে survive করতে পারে , তাহলে পরবর্তী সাত বছর তারা একসাথে কাটিয়ে ফেলতে পারে , কিন্তু সাত বছর পর আবার সেই চুলকানি আসে।

এই বিষয়টি মাথায় রেখে যদি কোন couple ২-৩ বার '7 years Itch' survive করতে পারে, তাদের সম্পর্ক চিরদিনের :D 

কে কে ভুগেছেন বা ভুগছেন ' সাত বছর চুলকানি ' রোগে ? Embrace it, deal with it but try not to break a relationship!

(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর