১১ জুন, ২০১৮ ১৬:১১

মিরাজের সঙ্গে যেটা হয়েছে সেটা উচিত হয়নি: সাব্বির

অনলাইন ডেস্ক

মিরাজের সঙ্গে যেটা হয়েছে সেটা উচিত হয়নি: সাব্বির

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ড্রেসিংরুমে মেহেদি হাসান মিরাজকে মারধর করা নিয়ে সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এজন্যই নাকি শেষ টি-টোয়েন্টিতে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে ক্রিকবাজ এই নিয়ে রিপোর্ট প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। তবে সেদিন এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সাব্বির এবং মিরাজ দু'জনই। তাদের দাবি, সেদিন কোনো মারামারির ঘটনা ঘটেনি। একটি পরিবারে থাকতে গেলে মাঝেমধ্যে সদস্যদের মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেদিন সেটাই হয়েছিল তাদের মধ্যে।

রবিবার রাতে ফেসবুক লাইভে এসে তেমনটাই দাবি করেছেন সাব্বির ও মিরাজ। সাব্বির শুরুতে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা যেটা করে দেখিয়েছে, আমরা সেটা এখনও করতে পারেনি। তবে আমাদের ওপর আপনাদের(দেশবাসী) যে ভালোবাসা রয়েছে সেটা অটুট থাকলে একদিন আমরা বিশ্বকাপ জিতবো।

মারধরের ঘটনা প্রসঙ্গে বলেন, 'সেদিন মিরাজের সঙ্গে মারধরের তেমন কোনো ঘটনা ঘটেনি।সে আমার আদরের ছোট ভাই। তার সঙ্গে আমার ১০ বছর ধরে পরিচিয়। এ ধরণের কোনো ঘটনা ঘটতে পারে। যেটা হয়েছিল সেটা ভুল বোঝাবুঝি। তবে আমি বড় হয়ে তার সঙ্গে যেটা হয়েছে সেটা আমার উচিত হয়নি।'

পাশ থেকে লাইভে ঢুকে মিরাজও সাব্বিরের কথার সঙ্গে তাল মিলিয়ে বলতে থাকেন হ্যাঁ, সেদিন মারধরের কোনো ঘটনা ঘটেনি। সাব্বির ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। যেটা পরিবারের সদস্যদের মধ্যে হয়ে থাকে।

মিরাজ বলেন, 'আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন। আমাদের মেয়েরা আজকে এশিয়া কাপ জিতেছে। আমরা এমন অনেক ম্যাচ হেরেছি। বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে আমাদের ভাগ্য সহায় ছিল না। এবার সম্ভবত দুর্ভাগ্য কেটে গেল। সাব্বির ভাই আমাকে অনেক ভালোবাসে আদর করে। আসলে এটা একটা ভুল বুঝাবুঝি।'

সাব্বির রহমান বলেন, 'ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা একদিন বিশ্বকাপ নিয়ে আসব। মিরাজ অনেক ভালো ছেলে। দশ বছর ধরে তাঁর সাথে আমার পরিচয়। সে আমার ছোট ভাইয়ের মত। সে অনেক ভালো খেলে। তার জন্য সবাই দোয়া করবেন।'

বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর