Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১৬:৪৪ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৬:৪৭
এই মুহূর্তে জাজ চেষ্টা করছে যাতে 'সুপার হিরো' মুক্তি পায়
আব্দুল আজিজ
এই মুহূর্তে জাজ চেষ্টা করছে যাতে 'সুপার হিরো' মুক্তি পায়
আব্দুল আজিজ (ফাইল ছবি)

ঈদ মানে উৎসব। আর উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দেয় ভালো সিনেমা। জাজ মনে করে “সুপার হিরো” ভালো সিনেমা। আর হল বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমার কোনো বিকল্প নেই।

জাজ আছে “সুপার হিরো” এর সাথে। হয়তো “সুপার হিরো” আসলে পোড়ামন-২ এর ২৫টা হল কমে যাবে। যাক কমে, তবুও ভালো সিনেমা আসুক, হল বাচুক। 

পোড়ামন-২ অনেক ভালো সিনেমা। ঈদ পরবর্তীতে হল ঠিকই পাবে ইনশাল্লাহ। এই মুহূর্তে জাজ চেষ্টা করছে যাতে 'সুপার হিরো' মুক্তি পায়। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow