১৬ জুলাই, ২০১৮ ১৩:০২

আমাদের এ সম্পর্কটা ইউনিক নয়: ফারুকী

অনলাইন ডেস্ক

 আমাদের এ সম্পর্কটা ইউনিক নয়: ফারুকী

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ফারুকী-তিশা (ফাইল ছবি)

সেটে আমাদের দু'জনের দেখা হয়েছিল। বিয়ের সিদ্ধান্তটা সেটেই নিয়েছিলাম আমরা। সেই সেটেই বিয়ের ৮ম বার্ষিকী সেই মানুষটির সঙ্গে কাজ করে উদযাপনের চেয়ে আর ভালো আর কী উপায় থাকতে পারে?

আট বছর একসঙ্গে পথচলায় তুচ্ছ কিছু কাজের সঙ্গে কিছু ভাবগম্ভীর সৃজনশীলধর্মী কাজও তৈরি হয়েছে। আমি জানি আমাদের এ সম্পর্কটা ইউনিক নয়। বিশ্বজুড়েই আরও অনেক বড় মাপের চলচ্চিত্রনির্মাতা-অভিনয়শিল্পীদের জুটি আছে।

কিন্তু পেছনে ফিরে তাকাতেই মনে এক অসাধারণ অনুভূতি জাগে। বিশেষ করে যেভাবে আমরা কাজের সময় একে অন্যকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছি। আমার মনে হয় যেন জাদুবলে এসব হচ্ছে, মনে হয় ষ্ফূলিঙ্গের মতো সবকিছুকে আলোয় ভরিয়ে দিচ্ছে।

সম্ভবত আমাদের রসায়নটা কাজের মধ্যেই প্রতিফলিত হয়েছে এবং কাজটাও রসায়নের মধ্যে। 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'টেলিভিশন', 'নো বেড অব রোজেস'এ যার প্রতিফলন ঘটেছে। আশা করছি 'স্যাটারডে আফটারনুন' এও বিশ্ব এ রসায়নের সুবাস নিতে পারবে। 

একসঙ্গে এ পথচলার এখনো বহু বছর বাকি, সেটে এবং সেটের বাইরে।

(ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ভাষায় লেখা স্ট্যাটাসের ভাবানুবাদ)

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর