৭ আগস্ট, ২০১৮ ১১:২৫

একটা ছোট্ট হেল্প লাগবে...

ইফতেখায়রুল ইসলাম

একটা ছোট্ট হেল্প লাগবে...

ইফতেখায়রুল ইসলাম

সকালেই এক দোস্তের ফোন!

কি বিষয়?

বন্ধুঃ একটা ছোট্ট হেল্প লাগবে তোমার

আমিঃ বলো কি বিষয়?

বন্ধুঃ ওই এলাকায় আমার এক আত্মীয়ের নামে মামলা হয়েছে!

আমিঃ ওহ সরি, ওটা আমার এলাকা নয়... ওখানকার সিনিয়র অফিসারের সাথে নিজেরা যোগাযোগ করে নাও, যদি মনে করো তোমরা ভিকটিম! আর অপরাধী হলে ভুলেও ওমুখী হয়োনা! আফটার অল তোমার মত শিক্ষিত মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে!

বন্ধুঃ বিরস গলায়... ওহ ঠিক আছে!

আমিঃ ভাল থাকো, আইন মেনে চলো, ধন্যবাদ।

বন্ধু: শকজ্, চ্যা.. ল রকজ্...

(বিঃদ্রঃ নিজ এলাকায় আইনি সহায়তা দিতে আমি ১০০ ভাগ দায়বদ্ধ! সেটি সবসময় পাবেন। ....অন্য এলাকার ক্ষেত্রে গাইড করতে পারবো আপনাদের...)

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)

(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর