Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ আগস্ট, ২০১৮ ১০:৪১ অনলাইন ভার্সন
ঢাকা ১৩৯!
আসিফ নজরুল
ঢাকা ১৩৯!

পৃথিবীতে বাস করার জন্য সবচেয়ে খারাপ শহর সিরিয়ার দামেস্ক। যুদ্ধবিধ্বস্ত এ শহরের জন্য এটা স্বাভাবিক।

কিন্তু ঢাকা? উন্নয়নের এতো কথা শোনানো হয় আমাদের। ঢাকা কেন দামেস্কের পর পৃথিবীতে সবচেয়ে আবাসঅযোগ্য শহর?
ইকোনমিষ্ট ইনটেলিজেন্স ইউনিটের এবছরের র‌্যাংকিং পৃথিবীর ১৪০ টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯! গতবছরও এরকম খারাপ অবস্থা ছিল আমাদের।
পরিবেশ ও স্বাস্থ্যসেবায় শোচনীয় অবস্থা ঢাকার। আর অবকাঠামো বিবেচনায় ঢাকার অবস্থা এখন পৃথিবীর সবচেয়ে আবাস অযোগ্য শহরের মধ্যেও সবচেয়ে খারাপ! হাজার কোটি টাকা ‘শহরের অবকাঠামো খাতে ব্যায় করার পর ঢাকার অবকাঠামো হারারে, দুয়ালা ডাকারের মতো আফ্রিকান শহরগুলোর চেয়েও শোচনীয়!

কিন্তু কেন? এ প্রশ্ন, এসব প্রশ্ন তোলার অধিকার আছে আমাদের।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow