১৪ আগস্ট, ২০১৮ ১৮:৩৬

আন্দোলনে বিবিসি'র লোগো ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল

তারানা হালিম

আন্দোলনে বিবিসি'র লোগো ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল

সংগৃহীত ছবি

নিরাপদ সড়কের যৌক্তিক আন্দোলনে বিবিসি'র লোগো ব্যবহার করে ছাত্র-হত্যা ও ছাত্রী ধর্ষণের মিথ্যা ও অসত্য তথ্য রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত হয়ে একটা গোষ্ঠী ছড়িয়েছিল! তথ্য মন্ত্রণালয় থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পত্র মারফৎ, যে এ ধরনের অসত্য সংবাদ তারা প্রচার করেছিল কিনা! বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তাদের ৭ই আগস্ট ২০১৮ তারিখে পত্র মারফৎ জানিয়েছে যে- ফেইক লোগো বা ভুয়া লোগো ব্যবহার করে এটা করা হয়েছে। এ ধরনের কোন গুজব তারা ছড়াননি। এধরনের ফেইক খবরে তাদের লোগো ব্যবহারের বিষয়টি তারা তাদের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পত্রে স্বাক্ষর করেছেন ওয়ালিউর রহমান মিরাজ, ঢাকা ব্যুরোর এডিটর, বিবিসি নিউজ বাংলা।

অতএব, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল ফেইক লোগো ব্যবহার করেও গুজব ছড়ানোর এটি একটি দৃষ্টান্ত! সচেতন থাকুন সবাই, আমাদের সচেতনতাই সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে। 

আপনাদের অবগতির জন্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর চিঠিটি সংযুক্ত করলাম।

(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)


বিডি প্রতিদিন/১৪ আগষ্ট ২০১৮/হিমেল

সর্বশেষ খবর