৮ অক্টোবর, ২০১৮ ২১:৫৮

এই স্বাস্থ্যকর বেষ্টনটি আমাকে করছে সমৃদ্ধ

মাকসুদা আক্তার প্রিয়তি

এই স্বাস্থ্যকর বেষ্টনটি আমাকে করছে সমৃদ্ধ

মাকসুদা আক্তার প্রিয়তি

পথটা একাই চলছি অর্ধযুগের উপরে, কিশোরী বয়স থেকেই কোন কিছুর সিদ্ধান্ত নেয়ার চালক আমি নিজেই। পথ চলার সঙ্গী ২/৩ জন আসলেও তা ছিল ক্ষণস্থায়ী, গন্তব্য ভিন্ন থাকায়। কিন্তু পথে তো আরও অনেক মানুষের সাথেই দেখা হয়, পরিচয় মিলে, তারা হয়তো কেউ-ই আমার বন্ধু নয়।

কিন্তু আমার এই একা পথ চলাতে একটু সহনীয় অথবা সহজ করেছে ওই মানুষগুলোই যারা একটু মনোবল দিয়ে, একটু সঠিক উপদেশ দিয়ে, একটু সদয়ী-বিনয়ী হয়ে, একটু সহযোগিতা করে, একটু সুনজর দিয়ে, একটি সুন্দর পরিবেশ দিয়ে, সর্বোপরি কোনো ধরনের প্রতিহিংসা মুলক স্পন্দন না ছড়িয়ে দিনকে দিন আমাকে করে তুলছে পরিপূর্ণ। এই স্বাস্থ্যকর বেষ্টনটি- ই আমাকে করছে সমৃদ্ধ।


অস্বাস্থ্যকর মানুষগুলোর আনাগোনাও কম ছিলো না। সিধান্ত ও নির্বাচন করা ছিল আমার উপর, আমার অভিরুচির উপর। আমি সময় নিয়েছি, নিচ্ছি। আমি শর্টকাট/ দ্রুত উপায়ে কাউকে সিঁড়ি বানিয়ে উপরে উঠার স্বপ্ন বুনিনি।

আমি কৃতজ্ঞ সেই সকল সুন্দর মনের নিঃস্বার্থ মানুষ গুলোর উপর যাদের বেষ্টনীতে নিজেকে রাখার চেষ্টা করেছি সর্বক্ষণ, এবং উনাদের সিদ্ধিতে আমি আজ আমি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর