২৮ অক্টোবর, ২০১৮ ১৭:২২

ভাইরাল ছবিটি কী বলছে?

অনলাইন ডেস্ক

ভাইরাল ছবিটি কী বলছে?

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে রাজধানীতে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। এমনকি তাদের এই ধর্মঘটের কবল থেকে রক্ষা পাচ্ছে না অ্যাম্বুলেন্সও। যা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ প্রতি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে জনপ্রিয় এই সোশ্যাল সাইটে একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবির একদিকে দেখা যাচ্ছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা বের করে দিচ্ছেন। অন্যদিকে, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে আন্দোলনে পরিবহন শ্রমিকরা সেই অ্যাম্বুলেন্স আটকে তাতে পোড়া মবিল লেপে দিচ্ছেন। ছবির ওপর ক্যাপশনে লেখা, কি চিন্তা করছেন? পেরেছেন কিছু বুঝতে?

বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর