Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪২ অনলাইন ভার্সন
বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার আহ্বান জয়ের
অনলাইন ডেস্ক
বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার আহ্বান জয়ের

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ''বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারবো না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই। বিজয়ের ৪৭ বছর পর আজকের এই বিজয় দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।''

বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow