১৩ জানুয়ারি, ২০১৯ ১২:২২

'আমাদের রাজনীতিতে ভুল স্বীকারের সংস্কৃতি নাই'

শওগাত আলী সাগর

'আমাদের রাজনীতিতে ভুল স্বীকারের সংস্কৃতি নাই'

শওগাত আলী সাগর

ড. কামাল যখন বলেন, জামাতকে সঙ্গে নিয়ে জোট করা ভুল ছিলো, তখন তাকে আমি আর কোনো প্রশ্ন করি না। আমি চাই, ড. কামাল নিজ থেকেই এই কথাটা বার বার বলেন। কেন চাই?

একজন বর্ষীয়ান মানুষ, প্রবীন রাজনীতিক বার বার ভুল স্বীকার করছেন- এটা দেখতে কি ভালো লাগে?

আমাদের রাজনীতিতে ভুল স্বীকারের সংস্কৃতি নাই, চর্চা তো নাই-ই। রাজনীতিকরা কোনো ভুল করতে পারেন- এটা তারা বিশ্বাসই করেন না।

ড. কামাল যখন ‘ভুল ছিলো বা ভুল হয়েছে’ কথাগুলো বার বার বলেন, তখন বাদবাকি রাজনীতিকদের চেহারাটা আমাদের সামনে ভেসে উঠে। ভুল করেও ভুল স্বীকার না করা রাজনীতিকদের জন্য করুণা তৈরি হতে থাকে।

'ভুল স্বীকার করতে হয়, ভুল স্বীকার করা ভালো’- আমাদের রাজনীতিকদের মধ্যে ভুল করেও যদি ভুল স্বীকারের আগ্রহ তৈরি হয়ে যায়- এমন একটি আকাঙ্ক্ষা থেকেই আমরা ড. কামালের মুখে ‘জামাতকে সঙ্গে নিয়ে জোট করা ভুল ছিলো’- কথাগুলো শুনতে চাই।

আপনারা মানেন আর না মানেন- ড. কামাল বাংলাদেশের নতুন রাজনীতির একজন শিক্ষক- এটা এক সময় ইতিহাস স্বীকৃতি দেবে।

লেখক: টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ'- এর প্রধান সম্পাদক

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর