২৩ জানুয়ারি, ২০১৯ ১২:৪০

'সত্যিকার এক গুণী সুরকার শিল্পীকে হারাল পৃথিবী'

কবীর সুমন

'সত্যিকার এক গুণী সুরকার শিল্পীকে হারাল পৃথিবী'

আমার সময়ের এক সেরা বাঙালি সুরকার বাংলাদেশের আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন। পশ্চিম বাংলার অনেকে তাঁকে সহজেই চিনবেন 'সবকটা জানলা খুলে দাও না' গানটির সুরকার হিসেবে।

তিনি গান লিখতেন কি না ঠিক জানি না। তবে নানান স্মরণীয় গানের সুরকার যে তিনি তা জানি বিলক্ষণ। তার একটি হল - 'সেই রেল লাইনের ধারে।' মাঝি নাও ছাড়িয়া দে' গানটিও কি তাঁর সুর? বুড়ো মাথার বুড়ো স্মৃতি আর টানতে পারছে না।

আহমেদ ইমতিয়াজ বুলবুল আধুনিক বাংলা গানের সনাতন ঘরানার সুরকার ছিলেন। এই গানের সুরতালছন্দ-বাঁধুনির ঐতিহ্যে তাঁর মন ছিল সম্পৃক্ত।

তেমনি, গানের সুর করার পাশাপাশি যন্ত্রাণুষঙ্গ রচনা নিয়ে তিনি উল্লেখযোগ্য কাজ করে গিয়েছেন। বাংলাদেশের একাধিক নবীন সুরকারের ওপর তাঁর প্রভাব লক্ষ্য করা যায়।

তাঁর সঙ্গে একবারই দেখা হয়েছিল আমার ঢাকায়। অনেক বছর আগে। সদালাপী, পরিহাসপ্রিয়, শিষ্টাচারী মানুষ। বিনয়ী। কয়েক মিনিটেই বুঝেছিলাম বন্ধুবৎসল।

বুলবুলের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। কিন্তু আধুনিক বাংলা গানের সুরকার ও শিল্পী হিসেবে তিনি তো দীর্ঘকাল আমার মনের প্রতিবেশী।

সত্যিকার এক গুণী সুরকার শিল্পীকে হারাল পৃথিবী। আমার আধুনিক গানের দুনিয়ায় আমি আরও একা হয়ে গেলাম। একই মহল্লার বাসিন্দা ছিলাম যে আমরা।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুন্দর, মননশীলতাপূর্ণ ও প্রাণবন্ত সৃষ্টি তাঁকে অমর করে রাখল।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর