৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০২

'ওদের পাশেই আছি, থাকতে চাই আজীবন'

কাজী ওয়াজেদ

'ওদের পাশেই আছি, থাকতে চাই আজীবন'

ওদের বয়সী অনেকেই মাদক গ্রহণ করে নিঃশেষ হয়ে যাচ্ছে। ধ্বংস করছে সমাজ, বাবা-মাকে চরম লজ্জায় ফেলছে। নেশায় বুঁদ হয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপূরণীয় ক্ষতি করছে দেশের! এটা বুঝতে পেরে ওরা ওদের নেশাগ্রস্থ বন্ধুদের একটা বার্তা দিতে চায়। সাথে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করতে চায়।

ওরা নিজেরা মাদক গ্রহণ করে না, করবে না, মাদকের বিষয়ে ওরা আজ অঙ্গীকারবদ্ধ। ওরা মাদকের বিস্তাররোধে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকবিরোধী ওদের সামগ্রিক কার্যক্রম সেটাই প্রমাণ করে।

ওরা নিজেরা মিলে মাদকের বিপক্ষে অবস্থান নিয়ে কিছু করতে চায়। মাদকের অন্ধকার জগত থেকে বিপদগামীদের ফিরিয়ে আনার জন্য ওদের প্রচেষ্টা অপরিসীম। ওদের আকুতি, অন্তত একজনও যদি ওদের প্রচেষ্টায় ভাল হয়ে যায়, মাদককে ঘৃণা করে, মাদক ছেড়ে দেয়, তাতেই ওদের স্বার্থকতা! ওদের আনন্দ!

ওদের মহৎ উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। ওদের পাশেই আছি, থাকতে চাই আজীবন। ওদের মতই বলতে চাই-

'করেছি দৃঢ় অঙ্গীকার 
মাদক নির্মূল হবেই এবার'

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: ওসি, যাত্রাবাড়ি থানা, ডিএমপি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর