২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:২০

নিহত সেই বিমান ছিনতাই চেষ্টাকারীর শেষ স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

নিহত সেই বিমান ছিনতাই চেষ্টাকারীর শেষ স্ট্যাটাস

মো. পলাশ আহমেদ ওরফে মাহাদী (ফেসবুক থেকে সংগৃহীত)।

দেশের আকাশে রবিবার বাংলাদেশ বিমানের দুবাইগামী যাত্রীবাহী একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ময়ূরপঙ্খী উড়োজাহাজ উড্ডয়নের পর মো. পলাশ আহমেদ ওরফে মাহাদী নামে এক অস্ত্রধারী যাত্রী তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পাইলট কৌশলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উড়োজাহাজটি চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। পরে কমান্ডো অভিযান শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ৭৩৭ উড়োজাহাজটি জিম্মিদশা থেকে মুক্ত হয়। নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী অস্ত্রধারী সেই যুবক।

নিহত হওয়ার আগে ওইদিনই (রবিবার) দুপুর ১টা ৩ মিনিটে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মো. পলাশ আহমেদ ওরফে মাহাদী। এতে তিনি লিখেন-'ঘৃনা নিঃশ্বাসে প্রশ্বাসে'। ফেসবুকে এটাই ছিল তার শেষ স্ট্যাটাস। 


বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর